খেলাধুলা

সেমিফাইনালের লক্ষ্যেই মাঠে নামবো আমরা: হাথুরুসিংহে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবারো অনুশীলনে টাইগাররা। প্রথমবার এই মাঠে অনুশীলন করার সেই রোমাঞ্চ এখন নেই। যা আছে তা হচ্ছে কথা রাখতে পারার  অহংবোধ। গ্রুপ পর্বের দারুণ লড়াইয়ের পর শীর্ষ আটে বাংলাদেশ।বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ভারতের বিপক্ষে প্রমাণ করার কিছু নেই, জয়ের জন্যই মাঠে নামবে টিম বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। পাশাপাশি বাংলাদেশ দলের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জেতার সামর্থ্য আছে বলেও জানান এই লঙ্কান।টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, আমরা বিশ্বকাপকে উপভোগ করছি। ছেলেরা বেশ চাপমুক্ত। মেলোবোর্নে এর আগেও অনুশীলন করেছিলাম। তা কাজে লাগবে। এছাড়া মনোবিদ ডক্টর ফিলের পরামর্শ আমাদের বেশ উপকার করেছে। ছেলেরা এখন সিদ্ধান্ত নিতে পারে। যা ভাল করতে উজ্জিবিত করে।ভারতের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপে এর আগেও জিতেছিলো। তাই এবারও দারুণ আত্ববিশ্বাসী বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য অনেক চ্যালেঞ্জ থাকলেও টাইগারদের তো হারানোর কিছু নেই।হাথুরুসিংহে আরও বলেন, অতীতে কি হয়েছে তা নিয়ে ভাবছিনা। আমরা এখানে কি করতে পারি তাই বড় বিষয়। সামনে একটা সুযোগ আছে। শুধু এটা কাজে লাগাতে হবে। আমাদের প্রমাণ করার কিছু নেই। ওরা বিশ্বচ্যাম্পিয়ন। তাই সব চাপ ওদের।এমআর/আরআইপি