বিনোদন

৫০০তম পর্বে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে

৫০০তম পর্বের মাইলফলক ছুঁইয়েছে `প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে`। বেসরকারি টেলিভিশন এনটিভির স্কুলভিত্তিকি শিশুতোষ এই অনুষ্ঠানের ব্র্যান্ড স্পন্সর বহুজাতিক কোম্পানি প্রাণ গ্রুপ।মঙ্গলবার রাজধানীর বটমূলীয় হোমস বালিকা বিদ্যালয়ে ব্যতিক্রমী এই শিশুতোষ অনুষ্ঠানের ৫০০তম পর্ব ধারণ করা হলো।এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষদে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে অনুষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, `প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে`র ব্র্যান্ড ম্যানেজার রেজোয়ানুল ইসলামসহ আরও অনেকে।এসএ/বিএ/আরআইপি