লালমনিরহাটে ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৮০ রানে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়কে হারায়। প্রথমে টসে জিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৪৫ ওভারের আগেই ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ২০০ রান করে। মোস্তাফিজুর ৪০, সোহাগ ৩৪ ও জয় ৩২ রান করে। চার্চ অব গডের মেজবাহ ও মারফি ৩ টি করে উইকেট নেয়। জবাবে চার্চ অব গড উচ্চ বিদ্যালয় ২৬.৪ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয়। দলের হৃদয় একাই করেন ৪৫ রান। অপরদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সোহাগ মাত্র ১৬ রান দিয়ে ৪ টি উইকেট পান। খেলায় সোহাগ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।পরে সন্ধ্যায় জেলা প্রশাসক হাবিবুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ। উল্লেখ্য, পয়েন্ট ভিত্তিক এ প্রতিযোগিতায় জেলার ৮ টি স্কুল অংশগ্রহণ করে।এমজেড/আরআইপি