ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কোমরের ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই বাহাতি পেসার।পাকিস্তানের হয়ে গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে ২৩.২৫ গড়ে ও ৪.৫৩ ইকোনমি রেটে আটটি উইকেট দখল করেছেন ইরফান।অ্যাডিলেডে পুল `বি`র ম্যাচে ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ইরফান।বিশ্বকাপে ইরফানসহ এ পর্যন্ত তিনজন পেসারকে ইনজুরির কারণে হারিয়েছে পাকিস্তান। চূড়ান্ত দল ঘোষণার আগে সুস্থ হয়ে না ওঠায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেতে পারেননি মূল পেসার উমর গুল।তবে দলের সঙ্গে বিশ্বকাপস্থলে গিয়েও ইনজুরির কারণেই ফিরে আসতে হয়েছে জুনায়েদ খানকে। তার জায়গায় দলে নেওয়া হয় রাহাত আলীকে।মোহাম্মদ ইরফানের জায়গায় কাকে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে বদলি খেলোয়াড়ের জন্য আইসিসির কাছে আবেদন করা হবে জানিয়েছে পিসিবির একটি সূত্র।এমআর/আরআই