দেশজুড়ে

নেত্রকোনায় ডাকাত সর্দার গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া থেকে সোহেল মিয়া (২৮) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগাগ্রামের মৃত মঞ্জু মিয়ার ছেলে।পুলিশ জানায়, নেত্রকোনা মদন থানার মামলা নং ১৮(২)১৪ ধারা ৩৯৫ দণ্ডবিধি ডাকাতি মামলার সিএসভুক্ত আসামি সোহেল। সে এলাকার গরুচোর চক্রেরও সর্দার।আটপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রমিজুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।কামাল হোসাইন/আরএআর/জেআইএম