দেশজুড়ে

আদম ব্যাপারির খপ্পরে পড়ে নিঃস্ব জসিম উদ্দিন

আদম ব্যাপারি আব্দুল কুদ্দুসের খপ্পরে পড়ে ঝিনাইদহের বাজার গোপালপুরের জসিম উদ্দিন নামের এক যুবক নিঃস্ব হয়ে পড়েছেন। এ ব্যাপারে জসিম উদ্দিন জাগো নিউজের কাছে অভিযোগ করেন, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের ইসারত আলির ছেলে জসিম ভালো চাকরি ও বেশি বেতনে বিদেশ যাওয়ার আশায় জেলার কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বিশারত আলির ছেলে আব্দুস কুদ্দুসের খপ্পরে পড়েন। কুদ্দুস জসিমকে বলেন, তার ভাই আকরব আলি মালেয়েশিয়ায় থেকে বাড়িতে এসেছেন। তিনি মালেশিয়ায় একটি ভালো কোম্পানিতে কাজ করেন। সেই কোম্পানিতে কয়েকজন শ্রমিক লাগবে। যাকে তার ভাই আকবর আলি সঙ্গে করে নিয়ে যাবেন। তার এই কথা বিশ্বাস করে জসিম উদ্দিন জায়গা জমি বন্দক রেখে ও ধার-দেনা করে সাড়ে ৪ লাখ টাকা কুদ্দুসকে দেন। এরপর গত ২০ নভেম্বর আকবর আলি জসিমকে ঢাকায় নিয়ে যান এবং ভিসার নামে একটি কাগজ হাতে দেন। ২১ নভেম্বর ফ্লাইট পেতে আরো কয়েক দিন দেরি হবে বলে তাকে নিয়ে গ্রামে ফিরে আসেন। এরপর তার ভাই আলি আকবর নিজে মালেয়েশিয়ায় চলে গেছেন। কিন্তু আব্দুস কুদ্দুস বিদেশ পাঠানো ও টাকা ফেরতের নামে নানা তালবাহানা ও হয়রানি শুরু করেছে বলে অভিযোগে জানা গেছে।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেণদ্রনাথ সরকার জানান, আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেব।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস