রাজনীতি

খালেদার সঙ্গে সালাহ উদ্দিনের স্ত্রী`র সাক্ষাৎ

বিএনপি’র ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী ও সন্তানেরা গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এসময় খালেদা আইনশৃংখলা বাহিনী যেন সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেয়, সরকারের কাছে সে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে হাসিনা আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন “যে আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, ম্যাডাম সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, সেই আইনশৃঙ্খলা বাহিনী যেন অবিলম্বে তাকে আদালতের হাজির করে অথবা আমাদের কাছে ফিরিয়ে দেয়।” এর আগে রাত পৌনে ৮টার দিকে সালাহ উদ্দিনের স্ত্রী ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা এবং নিজের ভাইয়ের স্ত্রী শামীম আরাকে নিয়ে একটি গাড়িতে করে খালেদার গুলশান কার্যালয়ে যান। এসময় বিএনপি চেয়ারপারসন রাইদা ও ইউসুফকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা জানান। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন সাবেক সংসদ সদস্য হাসিনা। গত ১০ মার্চ রাতে বিএনপির যুহ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে আসছে তার পরিবার। স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন হাসিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে। এসআরজে