কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়া আগুনে সামাজিক বনায়নের প্রায় ১০ হেক্টর জমির গাছ পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের থোয়াইংগা কাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদরা জানায়, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে চলে গেলে বাতাসের কারণে খুব দ্রুতই আগুন আশপাশের প্রায় ১০ হেক্টর জমিতে সৃষ্ট সামাজিক বনায়নে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের লোকজন। পরে বন বিভাগের লোকজন ও স্থানীয় উপকারভোগীরা প্রায় আট ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১০ হেক্টর জমির অধিকাংশ গাছপালা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা যায়নি। রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমির হামজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কে বা কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এসআরজে