ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোজাহিদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু কুড়িঘর গ্রামের সাজু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে কুড়িঘর গ্রামের ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পাশে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহত শিশুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর