মেষ: কর্মে অভিনবত্বের স্বীকৃতি জুটতে পারে। বাইরের কাউকে ঘিরে পারিবারিক শান্তি ব্যাহত।বৃষ: কর্মপরিবর্তনের প্রয়াসে সাফল্যের ইঙ্গিত। চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত।মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। সংস্কৃতিকর্মে সাফল্যের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি। সংক্রমণজনিত জ্বরজ্বালায় দুর্ভোগ।কর্কট: স্মৃতিবিভ্রাটে বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। শৌখিনতার জন্য অকারণ অর্থ ব্যয়। পথেঘাটে বাড়তি সতর্কতা দরকার।সিংহ: বাধাবিঘ্ন সত্ত্বেও ব্যবসায় অগ্রগতি। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাওয়ার সুযোগ। বিজ্ঞানী ও গবেষকদের শুভ দিন।কন্যা: কর্মক্ষেত্রে কুচক্রীর বিরূপতায় উন্নতি ব্যাহত। বিবাদবিতর্কের জেরে বিপত্তির আশঙ্কা। বন্ধুর সঙ্গে মনোমালিন্যের অবসান।তুলা: কর্মক্ষেত্রে অশান্তির অবসান। আবেগপ্রবণ না-হয়ে বাস্তববাদী উদ্যোগ দরকার। প্রিয়জনের শারীরিক সমস্যায় দুশ্চিন্তা ও কাজে বাধা।বৃশ্চিক: কর্মস্থলে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত। কোনো উচ্চাভিলাষী মহিলার ছলচাতুরীতে বিড়ম্বনার আশঙ্কা। মূত্রাশয়ের জটিলতায় অস্ত্রোপচারের সম্ভাবনা।ধনু: ব্যবসা সম্প্রসারণে অর্থের সংস্থান হতে পারে। হৃত দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা। উপকারের প্রতিদান পাবেন না।মকর: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য সত্ত্বেও পদোন্নতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। উদ্যমের অভাবে পরিকল্পনা ব্যর্থ হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলোচনা।কুম্ভ: ব্যবসা সম্প্রসারণে বাড়তি মূলধন বিনিয়োগে রাশ টানাই সমীচীন। বিষয়সম্পত্তি নিয়ে আইনি সমস্যার সুরাহা হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।মীন: কর্মে বহু শ্রম ও কুশলতা সত্ত্বেও প্রাপ্তি নগণ্য। প্রবাসী প্রিয়জনের কাছ থেকে দ্রব্যার্থ প্রাপ্তির যোগ। উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ।এআরএস/এমএস