দেশজুড়ে

ম্যাজিস্ট্রেট প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হবিগঞ্জে এক আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করেছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এ ঘটনার পর তাকে প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আইনজীবীরা। অন্যথায় বেধে দেয়া সময়ের পর থেকে জেলার সব আদালত বর্জনের ঘোষণা দেন তারা। রোববার এক প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেয়া হয়।আইনজীবীরা জানান, বৃহস্পতিবার জুনিয়র আইনজীবী আতাউর রহমান রবিন আদালতে দণ্ডবিধির ৫০৬/২ ধারায় (প্রাণনাশের হুমকির অভিযোগ) দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত এক আসামির জামিন আবেদন করেন। এসময় বিচারক ও আইনজীবীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিচারক ওই আইনজীবীকে গ্রেফতারের নির্দেশ দেন এবং ক্ষমা চাইতে বলেন। সে সময় এজলাসের দায়িত্বরত পুলিশ গাউন পরিহিত অবস্থায় ওই আইনজীবীকে টেনেহেঁচড়ে আসামির কাঠগড়ায় তুলে ক্ষমা প্রার্থনা করায়। এতে বিক্ষুব্ধ হন আইনজীবীরা। এর প্রতিবাদে রোববার বেলা ২টায় আইনজীবী সমিতির দ্বিতীয় শাখায় এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমশেদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চৌধুরী আশরাফুল বারী নোমান, মো. ফজলে আলী, মো. সালেহ উদ্দিন আহমেদ, তাজউদ্দিন সুফি ও আলাউদ্দিন তালুকদার প্রমুখ। সভায় ৭২ ঘণ্টার মধ্যে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ূন কবিরকে প্রত্যাহারের দাবি জানান। এ সময় পর্যন্ত তার আদালত বর্জনেরও ঘোষণা দেন তারা। বেধে দেয়া সময়ের মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে তারা জেলার সকল আদালত বর্জনের ঘোষণা দেন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জেআইএম