দেশজুড়ে

ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধ হতে হবে

পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে যুবলীগের নেতাকর্মীরা হাসতে হাসতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুবলীগ কর্মীদের আত্মত্যাগ এদেশের স্বাধীনতা অর্জনে অপরিসীম ভূমিকা রেখেছিল। তাই আজও যুবলীগ নেতাকর্মীদের দুর্বার আন্দেলন জঙ্গিবাদকে প্রতিহত করে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। রোববার বিকেলে নরসিংদীর মাধবদী কলেজ মাঠে সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনসদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন ভূইয়া, সাবেক এমপি আনোয়ার আশ্রাফ খান দিলীপ প্রমুখ।সঞ্জিত সাহা/এআরএ/পিআর