পিরোজপুরের কাউখালীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষক-শিক্ষার্থী ও চালকসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় দিকে কাউখালী উপজেলার বিড়ালজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্বরুকাঠীর অলংকারকাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়ালের ছেলে সমিত কুমার বড়াল জানান, সকালে এম আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষর্থীরা দুটি বাসযোগে বাগেরহাটে খানজাহান আলীর মাজারের উদ্দেশ্যে রওনা দেয়।সকাল সোয়া ৮টার দিকে কাউখালীর বিড়ালজুড়ি এলাকায় পৌঁছলে একটি বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়। কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির জানান, আহতদের উদ্ধার কারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।হাসান মামুন/এফএ/এমএস