সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি এলাকার সীমান্তবর্তী সোনাই নদী থেকে আমেনা বিবি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমেনা বিবি চান্দুড়িয়া গ্রামের ওমর আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের শাশুড়ি আনোয়ারা খাতুনকে আটক করেছে পুলিশ।কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আমেনাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেয়া হয়েছিল। এ ঘটনায় আমেনার শাশুড়িকে আটক করা হয়েছে। স্বামী ওমর আলী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম