নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বুধবার রাত আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী দ্বিতল বাস দড়িকান্দি পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে ভৈরবের হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এসএইচএ/পিআর/এমএএস