আন্তর্জাতিক

তিউনেশিয়ায় যাদুঘরে গুলি, নিহত ১৯

নিউনেশিয়ার রাজধানী নিউনিশের একটি জাদুঘরে বুধবার হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ১৭ পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছে। খবর বিবিসি।খবরে বলা হয়, তিউনেসিয়ার সংসদ ভবনের কাছে বার্ডু জাদুঘরে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশ ইউরোপের নাগরিক।তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানান, নিহতদের মধ্যে ইতালি, স্পেন ও জার্মানীর নাগরিক রয়েছেন। তবে দেশটির একটি সূত্র জানায়, এ ঘটনায় দুই  হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।স্থানীয় রেডিও জানায়, নিহতদের মধ্যে ইতালি, স্পেন  জার্মানী ছাড়াও ব্রিটেনের নাগরিকও রয়েছে। দেশটির টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বের করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। হামলার সময় যাদুঘরের ভেতরে ৫ শতাধিক পর্যটক ছিল বলে জানিয়েছে বিবিসি।জানা গেছে, বন্দুকধারীরা এমন এক সময় এ হামলা চালায় যখন সংসদ ভবনে সন্ত্রাস বিরোধী বিল নিয়ে আলোচনা চলছিল। তিউনেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মূখপাত্র বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। হামলার সময় তারা যাদুঘরের বাইরে অবস্থান করছিল। যাদুঘরটি পর্যটকদের অন্যতম আকর্ষনীয় স্থান বলে বিবেচিত হয়।উল্লেখ্য, লিবিয়ায় অস্থিরতার কারণে তিউনেশিয়ায় ক্রমবর্ধমান হারে সন্ত্রাসীপনা ছড়িয়ে পড়ছে। দেশটির উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক সিরিয়া ও ইরাকে যুদ্ধে লিপ্ত রয়েছে। তারা দেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জাড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।এএইচ/পিআর