দেশজুড়ে

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ

নওগাঁর বদলগাছীতে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগে দলিল লেখক হেলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে এক মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের পাঁড়োরা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী আশেদা বেগম শারীরিকভাবে অসুস্থ হয়ে ২০১৫ সালের ৪ জুলাই মারা যান। তা সত্ত্বেও স্বামী আব্দুস সাত্তার গ্রহীতা হয়ে মৃত স্ত্রী আশেদা বেগমের নামে থাকা ৩৫ শতক জমি অন্য একজনকে স্ত্রী সাজিয়ে দাতা করে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর জমি রেজিস্ট্রি করে নেন। দলিল নং-৫৭৯৪, জমির পরিমাণ ৩৫ শতক, দাতা আশেদা বেগম, গ্রহীতা আব্দুস সাত্তার। দলিল লেখক হেলাল হোসেন, লাইসেন্স নং-১৪০। দলিল শনাক্তকারী পাঁড়োরা গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল হোসেন।বদলগাছী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সেকেন্দার আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার সহিদুল ইসলাম বলেন, আমার কাছে বিষয়টি গোপন করে মৃত দাতাকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। আর অভিযোগ পাওয়ার পর দলিলটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দলিল লেখক হেলালকে এক মাসের জন্য বরখাস্ত করে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।আব্বাস আলী/এআরএ/আরআইপি