দেশজুড়ে

শেরপুরে ৪ ডাকাতের আত্মসমর্পণ

শেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। কমিউনিটি পুলিশের আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্ক্ষায় তারা মঙ্গলবার বিকেলে শেরপুর সদর থানায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা হলেন, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত জামালউদ্দিনের ছেলে খোরশেদ আলম (৬০), একই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে লোকমান মিয়া (৫০), উত্তরপাড়া গ্রামের কেরানীর ছেলে ছামেদুল ইসলাম (৩৫) ও নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, আত্মসমর্পণকারী ৪ জনই দুর্ধর্ষ ডাকাত। তারা প্রায় দেড় যুগ ধরে ডাকাতির সঙ্গে জড়িত। প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে শেরপুর সদর থানাসহ দেশের বিভিন্ন স্থানে ৭-১০টি করে মামলা রয়েছে। শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য জানান, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি ও সিনিয়র সহকারী পুলিশ সুুপার খন্দকার লাবনী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ও চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজকে কিছুদিন আগে ওই ৪ ডাকাতকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে চেয়ারম্যান সুরুজ ও তার কমিউনিটি পুলিশের সদস্যরা এবং সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস ওই ৪ ডাকাতকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন। একপর্যায়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী হন। পরে পুলিশ সুপার তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিলে মঙ্গলবার বিকেলে তারা শেরপুর সদর থানায় আত্মসমর্পণ করেন।এ ব্যাপারে ডাকাত দলের সদস্য খোরশেদ আলম বলেন, মানুষের ক্ষতি কইরা আমগরে ভাল হয় নাই, শান্তিও পাওয়া যায় না। ২০ বছর ধইরা চুরি-ডাকাতি কইরা ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বরং মামলা মোকদ্দমা আর জেল খাইট্টা জীবন শেষ। অহন কমিউনিটি পুলিশের আহ্বানে আমরা সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরা আইলাম। এসপি স্যার আমগরে সহায়তার আশ্বাস দিছেন। আমরা ভাল হতে চাই। তাই আত্মসমর্পণ করেছি।চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সুরুজ বলেন, আমরা এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূলধারায় ফিরিয়ে নিয়ে আসবো।শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) খন্দকার লাবনী বলেন, আত্মসমর্পণকারী ৪ ডাকাতকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভবিষ্যতে সবরকম সহায়তা দেবে পুলিশ।হাকিম বাবুল/এফএ/পিআর