সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে পড়ে রয়েছে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক নারীর মরদেহ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মরদেহটি কেউ শনাক্ত করেনি। এর আগে সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় একটি মাহেন্দ্রযোগে হাসপাতালে এনে কে বা কারা ওই নারীকে রেখে পালিয়েছে। লাল কালো ছাপা শাড়ি পরিহিতা নারীর দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, তালা উপজেলার শুভাষিনী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ওই নারী গুরুতর আহত হন। এরপর মটরসাইকেল চালকই তাকে মাহেন্দ্রযোগে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে আসেন। নারীর অবস্থার অবনতি হওয়ায় মটরসাইকেল চালক ঘটনাস্থল ত্যাগ করেন। মরদেহটি সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিচয় কেউ জানলে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের সঙ্গে (০১৭১৬০১৮৪৭১) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আকরামুল ইসলাম/এফএ/পিআর