দেশজুড়ে

চাঁদপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা

চাঁদপুর সদর উপজেলার উত্তর রঘুনাথপুর খান বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। জানা যায়, ৪ বছর আগে উত্তর রঘুনাথপুর তেরিসপুল কালাম মাস্টার খান বাড়ির মৃত নজিবউল্লাহ খানের ছেলে বায়োজীত খান বাবুলের (৩২) সঙ্গে দোকান ঘর এলাকার মিজি বাড়ির লতিফ মিজির মেয়ে ছালমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ছালমার বাবা আশা সমিতি থেকে লোন করে মেয়ের জামাই ও তার পরিবারের চাহিদা অনুয়ায়ী ২ লাখ টাকার মধ্যে নগদ ৬০ হাজার টাকা যৌতুক প্রদান করে।স্থানীয় লোকজন জাগো নিউজকে জানায়, বাবুল তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতো।   কিছুদিন আগে স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে স্ত্রী ছালমা বেগম পূনরায় ওই সমিতি থেকে ৪০ হাজার টাকা লোন নেন। সেই লোন বাবদ প্রতি সপ্তাহে ১১শ টাকা পরিশোধ করার কথা ছিল। মঙ্গলবার রাতে ছালমা স্বামীর কাছে কিস্তি পরিশোধ করার জন্য ১১শ টাকা চেলে বাবুল টাকা দিতে অপারগতা প্রকাশ করে উল্টো ছালমার বাপের বাড়ি থেকে টাকা এনে কিস্তি পরিশোধ করার কথা বলে। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বামী বাবুল তার স্ত্রীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।  চাঁদপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জাগো নিউজকে জানান, স্বামী বাবুল মডেল থানা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বিকার করেছে। আমরা তাকে আটক করেছি এবং ছালমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এফএ/জেআইএম