গাইবান্ধায় চলমান নাশকতা বিরোধী অভিযানে জামায়াতের পাঁচ কর্মীসহ বিভিন্ন মামলায় ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।এমজেড/আরআইপি