দেশজুড়ে

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (পৌরসভা) নির্বাচন বিধিমালা-২০১০’ এর ৫ নম্বর বিধি অনুযায়ী পৌরসভাটির মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১৮ ফেব্রুয়ারি। ৮ জানুয়ারি নির্বাচন ব্যবস্থাপনা ও সমম্বয়-১ শাখার সহকারী সচিব মো. রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা করা হয়।এদিকে তফসিল ঘোষণার পর পরই দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। মনোনয়ন পেতে লবিং-তদবিরে নেমেছেন দলীয় সম্ভাব্য প্রার্থীরা। ২০০৪ সালে গঠিত বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালের শেষের দিকে। তার আগে প্রশাসক নিয়োগ দিয়ে পরিচালনা করা হয়েছিল এ পৌরসভাটি। এবার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় নির্বাচন। পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা  ৯ হাজার ৯৪৭ জন বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিস।সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি