ক্যাম্পাস

অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার ১৬ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। অপেক্ষমাণ তালিকা থেকে আরও ৪৪৯ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেধা তালিকা থেকে ভর্তির মেয়াদ শেষ হয় গত ৯ জানুয়ারি। ১৬৯৫ টি আসনের বিপরীতে মেধা তালিকা থেকে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। অপেক্ষমাণ তালিকা থেকে আরও ৪৪৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবে। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের তিনটি বিভাগে মোট ১৮ টি আসন শূন্য রয়েছে। এ অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১টি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৫টি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২টি আসন শূন্য রয়েছে। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৫টি বিভাগে অপেক্ষমাণ তালিকা থেকে আরও ১৫৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ ইউনিটের ইংরেজি বিভাগে ৯টি, বাংলা বিভাগে ২১টি, ফোকলোর স্টাডিজ বিভাগে ২৭ টি, ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগে ২৫টি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৭২টি আসন শূন্য রয়েছে। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের তিনটি বিভাগে ৭০ টি আসন খালি রয়েছে। এ ইউনিটভুক্ত অর্থনীতি বিভাগে ১২টি, লোক প্রশাসন বিভাগে ২৫টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩৩টি আসন খালি রয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের  ৩টি বিভাগে মোট ৩৯টি আসন শূন্য রয়েছে। এ ইউনিটের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ৪টি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ২৪টি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১১টি আসন ফাঁকা রয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের  ৩টি বিভাগে মোট ৩৮টি আসন ফাঁকা রয়েছে। এ ইউনিটের ফলিত পদার্থ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮ টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন শূন্য রয়েছে।একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ৩৬ টি আসন খালি আছে। এ ইউনিটের গনিতে ৪টি এবং পরিসংখ্যান বিভাগে ৩২ টি। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৪৬ টি আসন শূন্য রয়েছে। এ ইউনিটের ফিন্যন্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২টি, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ২টি, ব্যবস্থাপনা বিভাগে ২৯টি, মার্কেটিং বিভাগে ১৩টি আসন ফাঁকা আছে। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ৪৮ টি আসন শূন্য রয়েছে। এ ইউনিটের আইন ও মুসলিম বিধান বিভাগে ১৯টি এবং আল-ফিক্হ বিভাগে ২৯ টি আসন শূন্য রয়েছে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস