নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির চেম্বার ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে দেওয়ান নুরুজ্জামান পটল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় এ মামলা করেন। এ মামলায় পৌর শহরের সাতপাই রেলক্রসিং এলাকার সাব্বির খান প্রিন্স, নিউটাউন এলাকার শফিকুল ইসলাম শাওন, সাকিব খান রানা, মো. শাহেন শাহ, সজীব সরকার রনি ও বাপ্পী সাহাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত সবাই জেলা ছাত্রলীগের নেতাকর্মী।সোমবার রাতে শহরের সাতপাইস্থ কালীবাড়ি এলাকার দি ফারমার্স ব্যাংক সংলগ্ন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির চেম্বারে ভাঙচুরের ঘটনা ঘটে। মামলায় চেম্বার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনসাধারণের জীবন-সম্পদ বিপন্ন করার চেষ্টার অভিযোগ আনা হয়।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির বড় ভাই জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি জানান, রাতে সাদা রঙের প্রাইভেটকারযোগে আসামিরা এসে হামলা চালায়। এ সময় চেম্বারে থাকা চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর করে তারা। হামলাকারীরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানান তিনি।নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। কামাল হোসাইন/এএম/জেআইএম