দেশজুড়ে

মোটরসাইকেল ছিনতাইকারী দলের প্রধান গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী দলের প্রধান ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রফতার মোহাম্মদ আলী উপজেলার বংশীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। আকরামুল ইসলাম/এএম/এমএস