সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্স থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। শনিবার মধ্য রাতে শহরের তুফান কোম্পানির মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপি নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দোকানের মালিক সুভাষ রায়ের ভাই সমরেশ আমিন জানান, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আকরামুল ইসলাম/আরএআর/পিআর