ভুলে ভরা পাঠ্যবই ও প্রগতিশীল লেখকদের লেখা পাঠ্য বই থেকে বাদ দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।রোববার বেলা ১১টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোজাম্মেল হক বাচ্ছু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, হারুন অর রশিদ প্রমুখ।বক্তারা ভুলে ভরা পাঠ্যবই সংশোধনসহ প্রগতিশীল লেখকদের লেখা অন্তর্ভৃক্ত করার দাবি জানান।কামাল হোসাইন/আরএআর/এমএস