দেশজুড়ে

পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ : ৫ পুলিশসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় বাউল গানের আসরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জালাল ও সামসু নামে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের এসআই রইছ উদ্দিনসহ ৫ পুলিশ সদস্য আহত হন।রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দরিগাও শুটকিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএবি) মো. শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার নিলক্ষায় ইউনিয়নের দরিগাও গ্রামে আব্দুল খালেক শা-এর ওরস উপলক্ষে বাউল গানের আসরের আয়োজন করেন স্থানীয় লোকজন।নিলক্ষার দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলার কারণে বাউল গানের আসর করতে নিষেধ করে পুলিশ। কিন্তু স্থানীয় লোকজন পুলিশি বাধা উপেক্ষা করে বাউল গানের আসরের আয়োজন করেন। এতে পুলিশ বাধা দিতে গেলে গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ গ্রামবাসীর ওপর লাঠিচার্জ করে। পরে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে পুলিশের গুলিতে শাসসু মিয়া ও জালাল মিয়া নামে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী তিন পুলিশ সদস্যকে আটক করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে রায়পুরার নিলক্ষায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। সংঘর্ষে ৫ জন নিহত হয়। রায়পুরা থানা পুলিশের ওসি ও ৫ পুলিশ সদস্যসহ অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য নিলক্ষায় ১৪৪ ধারা জারি করে। সঞ্জিত সাহা/এএম/পিআর