ঝিনাইদহে আবারও এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে ইউনুছ আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে তিন বখাটে। এর আগে শৈলকুপার আবাইপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মৃধা (৬৫) ও তার ছেলে মোরশেদ মৃধাকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সে সময় বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় ওঠে। সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আমাম্মেদ বলেন, দুপুরে ভুটিয়ারগাতি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার দুই সহযোগী আমার কাছে এসে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার কপি দাবি করে এবং বলে যে ইনতাজ আলী কিভাবে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেল? আমার বাবার নাম কেন তালিকায় স্থান পেল না। আমি তাকে তালিকার কপি দিতে অস্বীকার করলে বাহিরে গিয়ে মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, আমি মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দাড়িয়ে ছিলাম হঠাৎ করে মুক্তিযোদ্ধা অফিসের ভিতর থেকে হিমেলসহ তিনজন বাঁশ দিয়ে মারধর শুরু করে।মুক্তিযোদ্ধা ইউনুস আলীর আত্ম-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। সেখান থেকে মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, দুপুরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।আহমেদ নাসিম আনসারী/এআরএ/জেআইএম