জয়পুরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু এমপি সভার সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বক্তব্যে তিনি বলেন, গণরাজনীতি ছেড়ে জঙ্গিবাদের রাজনীতি সম্পৃক্ত হওয়ার কারণে বাংলার মাটিতে খালেদা জিয়া ও তার দল নিঃশেষ হয়ে যাবে। এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং চরমপন্থির কোনো স্থান নেই।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা গোলাম হাক্কানী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা প্রমুখ।এমএএস/আরআই