দেশজুড়ে

প্রধানমন্ত্রীর এক লক্ষ টাকার চেক পেলো শাহরিয়ার

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডের ছবি একে এক লক্ষ টাকার চেক পেয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র বাক ও শ্রবন প্রতিবন্ধি শাহরিয়ার আলম।শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দেয়া এক লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হ্যাপি নিউ ইয়ার- ২০১৫ এর শুভেচ্ছা কার্ডের সম্মানী বাবদ এই টাকা তাকে দেয়া হয়।গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক এর হাত থেকে রিভিনিউ স্ট্যাম্পযুক্ত প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ করেন শাহরিয়ার আলম ও তার বাবা মোক্তার আহমদ।শনিবার সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের হাত থেকে চেক সংগ্রহ করেন শাহরিয়ার আলম। এসময় তার বাবা ও মা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কার্ডের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সারাদেশ থেকে ছবি সংগ্রহ করা হয়। এই শুভেচ্ছা কার্ডের জন্য রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র শাহরিয়ার আলমের আঁকা ছবিও পাঠানো হয়। তার আকাঁ ছবিটি স্থান পায় প্রধানমন্ত্রীর হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা কার্ডে। আর এই ছবির জন্য প্রধানমন্ত্রী তাকে এক লক্ষ টাকা সম্মানী দেয়া হয়।এমএএস/আরআই