দেশজুড়ে

ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র রাহুলের (৮)  মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নিম্বর আলীর ছেলে রাহুল (৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাক্টর শিয়ালদাড়িয়া পাঁচপাড়িয়া থেকে পইল রোডে যাচ্ছিল। এসময় গাড়িটি রাহুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর