কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একুশ বছর পরে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। এখন দেশের উন্নয়নে এ সরকার কাজ করছে। কী অবস্থা ছিল দেশের। আজকে ঢাকা শহরের অবস্থা দেখেন। যারা তিন বছর আগে ঢাকা থেকে এসেছেন এখন গেলে চিনতে পারবেন না।সোমবার দুপুরে শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রথম শ্রেণির প্রথম ১০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এবং এসএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মতিয়া চৗধুরী বলেন, খালেদা জিয়া তো সাত জনমেও ওই হাতিরঝিল বানাইতে পারতেন না। ওটা ছিল পাবলিক টয়লেট। আজকে শুধু উড়াল সেতু না, উড়াল রাস্তা না, উড়াল ট্রেনও হবে। অনেক কিছুই হবে। ঢাকা শহর ময়মনসিংহ পর্যন্ত চলে আসবে। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের কর্মীরা জনসেবা করতে চাই, জনগণের উপকার করতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে আগাইতে চাই। আমাদের তৃপ্তি আসে না। মনে হয় আরও ভালো করা উচিত, আরও কাজ করা উচিত, আরও সুন্দরভাবে দেশটাকে গড়ে তোলা উচিত।কৃষিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণিতে উন্নীত করার চিন্তা-ভাবনা করছে সরকার। সে লক্ষ্যে দেশের বিভিন্নস্থানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এদিন কৃষিমন্ত্রী নকলা-নালিতাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নে প্রথম শ্রেণির এক হাজার ৫১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে শীতের কম্বল, এএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রতি বিদ্যালয়ের প্রথম ১০ জন করে ২৬০ শিক্ষার্থীকে দুধ খাওয়ার জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান করেন।এ সময় পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, খামার বাড়ির উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হাকিম বাবুল/আরএআর/জেআইএম