দেশজুড়ে

সাতক্ষীরায় মাছের ঘেরে ছাত্রলীগ নেতার মরদেহ

সাতক্ষীরা সদরের ধুলিহর এলাকার একটি মাছের ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন শেখের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইকবাল বিশ্বাসের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সুলতানপুর এলাকার সেলিম হোসেনের ছেলে বিপ্লব ও মুরাদ নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।নিহত ইমন শেখ শহরের সুলতানপুর এলাকার লিটন হাসান শেখের ছেলে। তিনি খুলনা কমার্স কলেজের ছাত্র।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের নাক ও মুখে রক্ত লেগে রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।আকরামুল ইসলাম/এফএ/এমএস