হবিগঞ্জে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বড়দাখই গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানার পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে শিশু মুসা মিয়া (৬) ও মুসলিমা বেগমের (৫) মরদেহ উদ্ধার করে। বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মা রুমেনা বেগমের (৩৫) মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে রুমেনার স্বামী সৈয়দ উদ্দিনকে (৪৫) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানায়। সৈয়দ খুন করে পালিয়েছে নাকি ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।এসএইচএ/এমএস