দেশজুড়ে

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেত্রকোনা শহরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে এ আনন্দ মিছিল বের করা হয়।  মিছিলটি ছোট বাজারস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এতে বক্তব্য রাখেন, জেলা যুবলের আহ্বায়ক মশিউর রহমান মশু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন রিপন, শওকত হাসান শুভ্র, সদস্য শরিফ হায়দার খান পাঠান, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক টুটন আহাম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, যুব নেতা আল মামুন পাঠান স্বপন প্রমুখ।কামাল হোসাইন/এএম/পিআর