তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষিত তরুণ প্রজন্মকে আগ্রহী করে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষে শেরপুরে দিনব্যাপী এক আইসিটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ আইসিটি ক্যাম্প অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রকল্পের আওতায় শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসানের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশে তরুণদের সম্ভাবনা নিয়ে মূল বক্তব্য রাখেন এলআইসিটি প্রকল্পের কমিউনিটি স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কলেজের সহযোগী অধ্যাপক আকরাম হোসাইন, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কোডেক্স সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল সারওয়ার ও ময়মনসিংহ কমিউনিটি লিড-এর নাহিদা বিনতে আনিস। মূলবক্তব্যে এলআইসিটি প্রকল্পের কমিউনিটি স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম বলেন, সরকার ২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা বর্তমান ১০ লাখ থেকে ২০ লাখে উন্নীত করতে চায়। এ জন্য নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আইটি শিল্পের চাহিদা অনুযায়ী এলআইসিটি প্রকল্পের মাধ্যমে আইসিটিতে বিশ্বমানের প্রশিক্ষণে ৪৫ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়া ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ফ্রি-ল্যান্সার তৈরির প্রশিক্ষণ চলমান রয়েছে। বিসিসিতে অব্যাহতভাবে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।এ আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ী দুইজনকে ‘উই’ মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্টফোন পুরস্কার দেয়া হয়। হাকিম বাবুল/এএম/জেআইএম