দেশজুড়ে

আমরা সুন্দরভাবে দেশটাকে গড়তে চাই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। আমাদের সরকার গণমানুষের উন্নয়নে কাজ করছে। আমরা সুন্দরভাবে দেশটাকে গড়তে চাই। এ কাজে আপনারা আমাদের সহযোগিতা করুন। মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলার জানকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।জঙ্গিদের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিরা মোনাফেক। এরা ইসলামের শত্রু। ইসলামকে কলুষিত করছে এই গোষ্ঠী। ইসলামের ইতিহাস গৌরবের ইতিহাস। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারা তাদের পক্ষে নিয়েছেন। তিনি বলেন, এক সময় যারা নারী নেতৃত্ব হারাম বলেছেন, জঙ্গিরা তাদেরই সৃষ্টি। জঙ্গিরা দেশ অস্থিতিশীল করতে চেষ্টা করছে। কাজেই তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।দিনব্যাপী নকলা উপজেলার উরফা, গনপদ্দী, বানেশ্বর্দী, চন্দ্রকোনা, চরঅষ্টাধর, টালকী ও গৌরদ্বার  ইউনিয়নে প্রথম শ্রেণির ১ হাজার ৫১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন কৃষিমন্ত্রী। সেই সঙ্গে এএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রতি বিদ্যালয়ের প্রথম ১০ জন করে ২৬০ শিক্ষার্থীকে দুধ খাওয়ার জন্য জনপ্রতি ৫০০ টাকা করে প্রণোদনা এবং ৭টি মহিলা উন্নয়ন সমিতির মাঝে ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।হাকিম বাবুল/এএম/আরআইপি