ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের পুরানথানার সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা এ প্রতিবাদ কর্মসুচি পালন করে। প্রতিবাদসভায় বক্তারা পুরানথানার ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলখ শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ডা.মো.আব্দুল হাই, বৌলাই ইউপির সাবেক চেয়ারম্যান মো.নুরুল হক বাচ্চু, সাবেক কমিশনার মাহতাব উদ্দিন, ইউপি সদস্য মো.চান মিয়া, হাফেজ রাশিদ আহমেদ, হাফেজ সুলাইমান, জাতীয় যুব সংহতির সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক শাকিল আহমেদ, মো.রতন মিয়া,শিবলু, নাজির আহমেদ, আ.হান্নান, সেলিম প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার বিকেলে ব্যবসায়ীদের উপর একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী গুরুতর আহত হন। এসএইচএ/এমএস