রাজনীতি

সিটি নির্বাচন : চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে বিএনপি

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। এ ব্যাপারে শিগগিরই গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করা হবে। ইতিমধ্যে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ২০ দলীয় জোট নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা অব্যহত রেখেছেন খালেদা জিয়া।সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে বিএনপি সমর্থিত পেশাজীবী ও বুদ্ধিজীবীদের আলাপ আলোচনার পর বিষয়টি নিয়ে দলের সব মহলেই আলোচনা চলছে। কাকে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া যায় সেই বিষয়েও সিনিয়র নেতাদের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা করছেন খালেদা জিয়া।এদিকে, নির্বাচনে অংশ নিতে চাইলে বিএনপিকে নির্বাচন কমিশনের বেধে দেওয়া ২৯ মার্চের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পার হলে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ হারাবে বিএনপি।গুলশান কার্যালয়ের অপর আরেকটি সূত্র জানায়, ২৯ মার্চের মধ্যেই যেহেতু মনোনয়নপত্র জমা দিতে হবে। সেই কথা মাথায় রেখেই খালেদা জিয়া চলতি সপ্তাহে দলের অবস্থান পরিস্কার করবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে শিগগিরই বিএনপির অবস্থান জানানো হবে।দলের আরেক স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, বিএনপি নির্বাচনমুখী দল। গণতান্ত্রিক যে কোন নির্বাচনেই বিএনপি অংশ নেবে। তবে সিটি করপোরেশন নির্বচনে অংশ নেয়ার বিষয়ে দ্রুতই জানানো হবে।এমএম/এএইচ/পিআর