দেশজুড়ে

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমজাদ হোসেনের ইন্তেকাল

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক পার্লামেন্ট বোর্ড ও জাতীয় পরিষদ সদস্য এডভোকেট আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। রোববার ভোরে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।পাবনার প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আমজাদ হোসেনের জানাজা রোববার বাদ আছর পুরাতন টেকনিকেল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।১৯৫৪ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘদিন তিনি জেল জুলুম ও পাকিস্তান সরকারের অত্যাচারের শিকার হন। পাবনার সকল আন্দোলন, সংগ্রামে তিনি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, আব্দুর রব বগা মিয়া, শেখ হাকিমুদ্দীনের সাথে অংশগ্রহণ করেন।দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লালসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুমের নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হবে।আমজাদ হোসেন ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এমজেড/পিআর