শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবরের কান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক হত্যা মামলায় ৪২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে শরীয়তপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক শেখ মো. মুজাহিদ-উল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন, তোতা মিয়া সরদার, রানা সরদার, উজ্জল সরদার, দানেশ সরদার, ফয়জল মুন্সী , জুলহাস মুন্সী, হামিদ সরদার, দেলোয়ার ছৈয়াল, নুরুল হক ছৈয়াল, দানেশ ছৈয়াল, জুয়েল সরদার, আক্তার ছৈয়াল, মোক্তার মুন্সী, হাচেন বেপারি, লতিফ বেপারি, কামরুজ্জামান বেপারি, ইয়াসিন বেপারি, আল আমিন বেপারি, এমদাদুল হক বেপারি, সজল বেপারি, দীল মোহাম্মদ বেপারি, আছমত আলী মুন্সী, রোকন বেপারি, রতন বেপারি, রিপন কোতোয়াল, ইমারত আলী কোতোয়াল, সিরাজ মৃধা, হযরত আলী কোতোয়াল, রাজ্জাক মৃধা, মহসিন মৃধা, আহগর আলী বেপারি, রাজ্জাক আলী বেপারি, সামচু বেপারি, সিরাজ সিকদার, হালান বেপারি, ইব্রহিম বেপারি, কাজল খাঁ, আল আমিন বেপারি, তোতা মিয়া বেপারি, রুহুল আমিন মাদবর, আজাদ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আওয়ামী লীগ সাবেক চেয়ারম্যান সফিক বেপারি ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণে মোহাম্মদ হোসেন খাঁ নিহত হন।আলোচিত এ ঘটনার একদিন পর গত ১১ জানুয়ারি নিহত মোহাম্মদ হোসেন খাঁর ভাই আলমগীর খাঁ বাদী হয়ে ৬৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন।মো. ছগির হোসেন/এএম/এমএস