দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁও জেলা জিয়া পরিষদ।বৃহস্পতিবার এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে পত্রিকায় প্রকাশিত কার্টিং প্রদর্শনীর আয়োজন করে জেলা যুবদল।পরে প্রেসক্লাব হলরুমে ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ চৌধুরী হুমায়ূন কবীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জিয়া পরিষদের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আইয়ূব আলী, জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন, জেলা বিএনপি দফতর সম্পাদক ওসমান গণি, সদস্য ইয়াকুব আলী, বিএনপির নেতা পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতন নাহার প্যারিস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন।এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদানসহ বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনৈতির বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।মো: রবিউল এহসান রিপন/এএম/জেআইএম