দেশজুড়ে

চাচার হাতে ভাতিজা খুন

শেরপুরে নকলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঞ্জুমালা বেগম (৫০) ও লাইলী বেগম (৩০) নামে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল মিয়া (২২) উপজেলার কবুতরমারী গ্রামের সুলতান মিয়ার ছেলে। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সুলতান মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আঞ্জুমালা বেগম ও ছেলের বউ লাইলী বেগমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নকলা উপজেলার কবুতরমারী গ্রামে ১৫ শতাংশ জমি নিয়ে চাচাত দুই ভাই সুলতান মিয়া ও আব্দুল মোতালেবের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।বৃহস্পতিবার দুপুরে আব্দুল মোতালেব ও তার বোন আঞ্জুমালা বেগম এবং ছেলের বউ লাইলী বেগম বিরোধপূর্ণ ওই জমি দখল নিতে চেষ্টা করে। এ সময় সুলতান ও তার ছেলে সজল মিলে তাদের বাধা দেয়। একপর্যায়ে মোতালেব ও তার বোন এবং ছেলের বউ মিলে তাদের ওপর হামলা চালায়। এতে সজলের ঘাড়ে আঘাত লাগায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাকিম বাবুল/এএম/এমএস