জাতীয়

সিআইডিকে তাজরীনের মামলা পুনঃতদন্তের নির্দেশ

তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহতের ঘটনায় করা মামলা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বাদীর না-রাজী আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদলতের বিচারক কাজী শহিদুল  ইসলাম এ আদেশ দেন।নিহত শ্রমিক রেহানা আখতারের ভাই মতিনুল ইসলামের করা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন আগামী ১২ এপ্রিল সিআইডিকে উপস্তাপনের নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ২০১২ সালের ২৫ নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। বিএ/আরআইপি