দেশজুড়ে

গাইবান্ধায় পুলিশ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি সবুজ মিয়াসহ (২৫) নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ভদ্র খানাবাড়ি এলাকা থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়াও রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য আসামীদের গ্রেফতার করা হয়েছে।সবুজ মিয়া সর্বানন্দ ইউনিয়নের ভদ্র খানাবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে।জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আব্দুর রশিদ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি অন্যান্য আসামিদের নাম পরিচয় জানাতে পারেননি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, সবুজ মিয়াকে ৪ পুলিশ হত্যা মামলায় ও অন্যান্য আসামীদের নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে। এমজেড/এমএস