দেশজুড়ে

‘গণতন্ত্রের পক্ষে থাকলে নির্বাচন আসুন’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি জামায়াত জঙ্গি সৃষ্টি করে দেশে গণতন্ত্রের নামে তাণ্ডবলীলা চালিয়েছে। তারা যদি গণতন্ত্রই চায় তাহলে এসব তাণ্ডবলীলা কেন? গণতন্ত্রের পক্ষে থাকলে নির্বাচন আসুন। বৃহস্পতিবার রাতে নীলফামারীর হারোয়া আদর্শ স্কুল মাঠে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃতিকরণ ও উদ্বুদ্ধকরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় মন্ত্রী আরো বলেন, দেশকে আরো এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের মনে শান্তি, বিশ্বাস ও সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সকল উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।জেলা তথ্য অফিসের আয়োজনে এবং আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান ও নীলফামারী পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সরকার কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহ. বেলায়েত হোসেন।আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নে অতিত, বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। জাহেদুল ইসলাম/এফএ/এমএস