দেশজুড়ে

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : প্রেমিক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় প্রেমিক ভোলানাথকে (২৩) আটক করেছে পুলিশ। শুক্রবার বাড়ির পাশের নদীর ধারে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আটক ভোলানাথ রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রামপ্রসাদের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুবিত্রা বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।৪নং বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ জানান, শিনুযা নদীর পাশে গাছে সাবিত্রির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ভোলানাথের দীর্ঘ দিন ধরে সাবিত্রি রানী সঙ্গে মোবাইলে কথা বলতো এবং ঘটনার রাতেও মোবাইল ফোনে কথা হয় তাদের।সাবিত্রির বাবা সুমেন রায় অভিযোগ করে বলেন, আটক ভোলানাথ তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দৌলা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।  রবিউল এহসান রিপন/এআরএ/পিআর