জাতীয়

সরকারের পদত্যাগ দাবি বি. চৌধুরীর

নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার কারণে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন হঠাৎ করে সালাহ উদ্দিনের হাওয়া হয়ে যাওয়াটা ক্ষমতাসীনদের জন্য নিকৃষ্ট উদাহরন।সোমবার বেলা ১১ টা ১৫ মিনিটে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকে সান্তনা শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।তিনি বলেন এটা সরকারের শুধু ব্যর্থতাই নয়। চরম নিষ্ঠুরতা। কাউকে খুঁজে পাওয়া না গেলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। কারা এর জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের মন্তব্য করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা দিতে না পারাটা ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে।সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আদৌ এই নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। সুুষ্ঠু ও যথাসময়ে নির্বাচন হওয়া নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।এমএম/এআরএস/এমএস