চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা। কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব ল্যাফটেন্যান্ট এম আতাহার আলী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চট্টগ্রাম থেকে চাঁদপুরের মেঘনা নদী হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অভিযানকালে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা শুক্রবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।ইকরাম চৌধুরী/এমএএস/পিআর